১. নভো বা জ্যোতির্বিদ্যা দূরবীক্ষণ যন্ত্র
২. ভূ-দূরবীক্ষণ যন্ত্র
৩. গ্যালিলীয় যন্ত্র
● নিউট্রনের দূরবীক্ষনযন্ত্র
● হার্সেলের দূরবীক্ষনযন্ত্র
● গ্রেগরির দূরবীক্ষন যন্ত্র
হাবল টেলিস্কোপে রয়েছে মোট দুটি দর্পন।
হাবলের টেলিস্কোপ অপটিক্যাল টেলিস্কোপ
হ্যাড্রন কণা এক ধরনের মৌলিক কণিকা। একজন কোয়ার্ক কনার মৌলিক কণিকা । এরা শক্তিশালী নিউক্লিয়, বিদ্যুৎ চুম্বকীয় এবং দুর্বল নিউক্লিয় এই তিন প্রক্রিয়ায় অংশ নিতে পারে।
সূর্যের ক্ষেত্রে:
● পৃষ্ঠ তাপমাত্রা - 6000 K
● ভর - 1.99×10³⁰ kg
● গড় ব্যাসার্ধ - 6.95×10⁸ m
● পৃথিবী হতে সূর্যের দূরত্ব - 1.496×10¹¹ m
● ঘনত্ব - 1410 kgm⁻³
● নিজ অক্ষের উপর আবর্তন - 15 দিন
● মুক্তিবেগ - 6.8×10² kms⁻¹।
গ্যালাক্সি – ২ প্রকার:
(1) স্বাভাবিক গ্যালাক্সি:
(i) উপবৃত্তাকার গ্যালাক্সি
(ii) সর্পিল গ্যালাক্সি
(iii) বিষম গ্যালাক্সি
(2) রেডিও গ্যালাক্সি:
i) সাধারণ রেডিও গ্যালাক্সি
ii) কোয়াসার
জর্জ লেমাইটার ⟶ মহাবিস্ফোরণ তত্ত্ব।
স্টিফেন হকিং ⟶ পালসার থিওরি/স্পন্দনশীল তত্ত্ব।
হাবল ⟶ মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্ব বা বিগ ব্যাং তত্ত্ব।
বিশপ উসার ⟶ পৃথিবীর বয়স নির্ণয় করেন।
মেসন ও ফোটন ছাড়া সকল কণারই প্রতিকণা রয়েছে।
হ্যাড্রন ২ প্রকার যথা:
● ব্যারিয়ন – তিনটি ভিন্ন রঙের কোয়ার্ক নিয়ে তৈরি হয়।
যেমন: প্রোটন, নিউট্রন
● মেসন – দুটি একই রঙের অথবা বিপরীত রঙের কোয়ার্ক নিয়ে গঠিত হয়।যেমন: Pion
মহাবিশ্ব সৃষ্টির মতবাদ:
● মহাবিস্ফোরণ তত্ত্ব
● সম্প্রসারণ তত্ত্ব
● স্পন্দনশীল তত্ত্ব
● অবিচল অবস্থা তত্ত্ব