ভয়েস নোটসমূহ (5টি)

লিখিত নোট


  • মাস্টার মলিকিউল বলা হয় নিউক্লিক এসিডকে 
  • বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম 
  • জেনেটিক কোড বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি
  • ডিএনএ বংশগতি রাসায়নিক ভিত্তি 
  • মাস্টার ব্লু প্রিন্ট হলো জিনোম 
  • করোনা ভাইরাসকে RNA কে রিভার্স ট্রান্সক্রিপশন এর মাধ্যমে রোগ নির্ণয় করা হয় 
  • DNA রেপ্লিকেশন হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে 
  • রেপ্লিসোমের প্রধান এনজাইম হলো DNA পলিমারেস 
  • মাইনর RNA/নিউক্লিও RNA/ Guide RNA/ রাইবোজাইম 
  • miRNA এর কাজ বিভিন্ন ধরনের এনজাইমের কাঠামো দান করা এবং এনজাইম হিসেবে কাজ করা 
  • gRNA প্রধান কাজ প্রোটিন তৈরি করা। কিছু ভাইরাসের দেহে বংশগতির উপাদান হিসেবে কাজ করা 
  • অধ্রবণীয় RNA হলো রাইবোজোমাল RNA
  • আদি কোষ, মাইটোকনডিয়া, ক্লোরোপ্লাস্ট এ বৃত্তাকার DNA থাকে 
  • ডাই নিউক্লিওটাইড এ থাকে ফসফো ডাইএস্টার বন্ধনী
  • সিভ কোষ, লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না 

নিউক্লিয়াস রেটিকুলাম এর কাজ হল বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করা

আদিকোষ,ডায়াটম, ইস্ট, আবৃতবীজি উদ্ভিদে সেন্টিওল অনুপস্থিত 

  1. কোষ বিভাজন বললেই সেন্ট্রিওল
  2. শুক্রানুর লেজ গঠন করা সেন্ট্রিওলের কাজ 

মাকুতন্ত্র→ সেন্ট্রিওলমাকুযন্ত্র→মাইক্রোটিউবিউলস

  • পারঅক্সিসোম কিডনি এবং লিভারকোষে অধিক থাকে 
  • সুত্রাকার ছত্রাক ইস্ট তৈলবীজে গ্লাইঅক্সিসোম পাওয়া যায়