লিখিত নোট

  • কোন ভেক্টরের ড্রাইভারজেন্স শূন্য হলে সেটি হলো সলিনয়ডাল 
  • কোন ভেক্টরের কার্ল শূন্য হলে সেটি হলো সংরক্ষণশীল  বা অঘুননশীল  
  • স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে গ্রেডিয়েন্ট 
  • দুটি সমমানের বল ১৮০ ° ডিগ্রি কোণে ক্রিয়া করলে বলদয়ের লব্দি শূন্য হবে। 
  • দুটি সমমানের বল ১২০ ° ডিগ্রি কোণে ক্রিয়া করলে বলদয়ের লব্দি সমমানের বলের সমান হবে। 
  • দুটি সমমানের বল বিপরীত দিকে ক্রিয়া করলে বলদয়ের কোণ 0° হবে 
  • কোন ভেক্টর এবং এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণের মান 0 °
  • দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান ৯০ ডিগ্রী হলে ভেক্টর এর যোগফল ও বিয়োগফল সমান হবে 
  • ভেক্টরের ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না। 
  • দুটি বিপ্রতীপ ভেক্টরের মধ্যবর্তী কোণ ১৮০°